২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণহত্যা দিবস উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের নানা কর্মসূচি ঝালকাঠির ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, কারাগারে চালক পটুয়াখালীতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২ বরিশালে রমজানের প্রথম দিনে নিত্যপণ্যের বাজারে উত্তাপ মঠবাড়িয়ার অপহৃতা কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব : অপহরণকারী যুবক গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আমতলীতে ১৩৮টি প্রথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ পায়রা নদীর ভাঙ্গন থেকে আমতলীকে রক্ষায় ৭৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন কলাপাড়ায় জেলেদের চাল নিয়ে ইউপি মেম্বারদের চালবাজি স্থানীয় সরকার মন্ত্রীর সাথে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ বাকেরগঞ্জে ট্রাফিক পুলিশকে ঘুস দিতে গিয়ে বিপাকে অটোচালক, ভিডিও ভাইরাল

সাংবাদিক জহুরুলের মায়ের মৃত্যুঃ জাতীয় সাংবাদিক সংস্থার শোক

খবর বিজ্ঞপ্তি:  দৈনিক বগুড়া পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সিনিয়র সদস্য সাংবাদিক জহুরুল ইসলামের মা আকিমন বেওয়া (৯৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহুম্মদ আলতাফ হোসেন, সহ-সভাপতি শাহজাহান মোল্লা, আলমগীর গণি, মহাসচিব আবুল বাসার মজুমদার, যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম, সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আনারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলাম মুন্জু, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইসমত আরা জাহান সিমা, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম শফিক, মহিলা বিষয়ক সম্পাদক মাফরোজা খানম সাথী, নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, আশরাফুল ইসলাম রতন, বাদল চৌধুরী, এসএম আবু সাঈদ, শফিকুল ইসলাম শফিক, আমিনুর ইসলাম, রফিকুল আলম, আজিজুল হক, জাকির হোসেন, মতিউর রহমান মতি, ইউনুছ উদ্দীন, আতিকুর রহমান আতিক, আঃ হান্নœান, আয়ুব আলী, গোলাম ফারুক, শফিকুল ইসলাম শফিক, আঃ লতিফ, আমিনুল আকন্দ, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, ফিরোজ কামাল ফারুক, সাইদুর রহমান সাজু, জাহাঙ্গীর আলম লাকি, আবুল কালাম আজাদ বাবু, সুব্রত কুমার ঘোষ, তাহেরা জামান লিপি, গোলজার হোসেন মিটু, রেজাউল করিম রেজা প্রমূখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, বাধর্ক্য জনিত কারনে গত ৭এপ্রিল/২১ বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রাত সাড়ে ১০টায় বগুড়া শহরের জামিলনগরে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরের দিন বৃহস্পতিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের গোড়না গ্রামে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ