পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালী থেকে প্রকাশিত দৈনিক সাথী’র বার্তা সম্পাদক ও বরিশাল বাণী’র বিশেষ প্রতিনিধি মির্জা আহসান হাবীবের শাশুড়ি মোসাঃ সুলতানা রাজিয়া এর মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারন সম্পাদক জালাল আহমেদ। শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মুলাদীর কাজীরচর পঞ্চায়েত বাড়ির বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ডিঙ্গু মিয়ার স্ত্রী।
মঙ্গলবার সকাল ৭টায় বরিশাল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যূবরণ করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
