নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্রের বৈধতা বাতিলের দাবিতে করা আপিলের রায় ঘোষণা হবে আমেরিকান দূতাবাসের সঙ্গে কথা বলার পর। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রবিবার সকালে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
সাদিকের বিরুদ্ধে হলফনামায় দ্বৈত নাগরিকের তথ্য গোপন করার অভিযোগ দেন আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক।
গত বুধবার জাহিদ ফারুকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীকে বি এস আহমেদ কবির নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। কবির বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি জাহিদ ফারুকের মনোনয়নপত্রের সমর্থনকারীও।
এর পর গত শনিবার জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন সাদিক আব্দুল্লাহ। তিনি জাহিদ ফারুকের বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ আনেন।