বগুড়া জেলা প্রতিনিধি ঃ সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেয়েছেন বগুড়ার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা (জাতীয় দৈনিক ভোরের কাগজ, ডেইলী মর্নিং গ্লোরী ও স্থানীয় দৈনিক বগুড়া)। বৃক্ষ রোপন ও বিতরণ, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, করোনাকালিন মানুষের পাশে দাড়িয়ে নানাভাবে সহযোগিতা করা ছাড়াও সমাজের আরো নানামূখী কাজ করার স্বীকৃতি স্বরুপ তাকে (মুসা) সম্মাননা দেয়া হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১১নভেম্বর/২৩) সন্ধ্যারাতে সংগঠনের বগুড়া জেলা কমিটি আয়োজিত অনুষ্ঠানে তাকে (মুসা) এই সম্মাননা স্বারক দেয়া হয়। অনুষ্ঠানে কেক কেটে সংগঠনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। জেলা কমিটির সভাপতি ও সরকারী আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ছালামত উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আঃ লতিফ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের সেলিম রেজা সানু, মমিনুর রশিদ, শফিকুর রহমান, মনোয়ারা বেগম শিল্পী, শাকিল আহমেদ চৌধুরী রনি, সাইফুল ইসলাম লেবু, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মাহবুবুর রহমান চপল, এ্যাডঃ আনোয়ার হোসেন, এ্যাডঃ হারুন অর রশিদ, কোহিনুর খানম, ইউনুছ উদ্দীন, শ্যামলী, সবুজ, আবু মুসা, আঃ ছাত্তার, শফিক, লিয়াকত, আক্তার, ওয়াদুদ, মাসুম, আল আমিন, বাবলু, আঃ রহিম, আঃ ছালাম, বিউটি প্রমূখ। মুহাম্মাদ আবু মুসা ছাড়াও শাকিল আহমেদ চৌধুরী রনি, আঃ লতিফ, আল আমিন মন্ডল, আঃ ছালাম ও সংগঠনের শাজাহানপুর উপজেলা কমিটিকে সম্মাননা স্বারক দেয়া হয়েছে। বৃক্ষ রোপন ও বিতরণ ছাড়াও সমাজের ভালো কাজ করার জন্য সংগঠনের ওই ৬জনকে এই সম্মাননা দেয়া হয়।
