৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে ! নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করলেন এস এম শাহজাদা পিরোজপুর-৩ আসনে লাঙ্গল পেলেন না ৪ বারের এমপি, হবেন স্বতন্ত্র প্রার্থী বরিশালে বন্ধ করে দেয়া হলো দোকানে পাম্প বসিয়ে তেল বিক্রি অবরোধ সফল ও হরতাল পালন করতে বরিশাল মহানগর বিএনপি মশাল মিছিল বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান ১ আলহাজ... পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৭ প্রার্থী বরিশালে অটোপাসের আশ্বাসে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে প্রধান শিক্ষক! বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল

সামাজিক কাজে স্বীকৃতি: সম্মাননা পেলেন বগুড়ার সাংবাদিক মুহাঃ আবু মুসা

বগুড়া জেলা প্রতিনিধি ঃ সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেয়েছেন বগুড়ার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা (জাতীয় দৈনিক ভোরের কাগজ, ডেইলী মর্নিং গ্লোরী ও স্থানীয় দৈনিক বগুড়া)। বৃক্ষ রোপন ও বিতরণ, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, করোনাকালিন মানুষের পাশে দাড়িয়ে নানাভাবে সহযোগিতা করা ছাড়াও সমাজের আরো নানামূখী কাজ করার স্বীকৃতি স্বরুপ তাকে (মুসা) সম্মাননা দেয়া হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১১নভেম্বর/২৩) সন্ধ্যারাতে সংগঠনের বগুড়া জেলা কমিটি আয়োজিত অনুষ্ঠানে তাকে (মুসা) এই সম্মাননা স্বারক দেয়া হয়। অনুষ্ঠানে কেক কেটে সংগঠনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। জেলা কমিটির সভাপতি ও সরকারী আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ছালামত উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আঃ লতিফ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের সেলিম রেজা সানু, মমিনুর রশিদ, শফিকুর রহমান, মনোয়ারা বেগম শিল্পী, শাকিল আহমেদ চৌধুরী রনি, সাইফুল ইসলাম লেবু, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মাহবুবুর রহমান চপল, এ্যাডঃ আনোয়ার হোসেন, এ্যাডঃ হারুন অর রশিদ, কোহিনুর খানম, ইউনুছ উদ্দীন, শ্যামলী, সবুজ, আবু মুসা, আঃ ছাত্তার, শফিক, লিয়াকত, আক্তার, ওয়াদুদ, মাসুম, আল আমিন, বাবলু, আঃ রহিম, আঃ ছালাম, বিউটি প্রমূখ। মুহাম্মাদ আবু মুসা ছাড়াও শাকিল আহমেদ চৌধুরী রনি, আঃ লতিফ, আল আমিন মন্ডল, আঃ ছালাম ও সংগঠনের শাজাহানপুর উপজেলা কমিটিকে সম্মাননা স্বারক দেয়া হয়েছে। বৃক্ষ রোপন ও বিতরণ ছাড়াও সমাজের ভালো কাজ করার জন্য সংগঠনের ওই ৬জনকে এই সম্মাননা দেয়া হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ