এ আল মামুন, বিনোদন প্রতিবেদক : দর্শক সাড়া পাচ্ছে ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’। টিপু আলম মিলনের গল্পে আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় শনিবার থেকে সোমবার রাত ৮.৪০মিনিটে বৈশাখী টিভিতে ‘বউ শাশুড়ি’ নাটকটি প্রচারিত হয়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, সাজু খাদেম, আরফান আহমেদ, নাজিরা মৌ, নাফিজা, মুকুল সিরাজ, জয়রাজ, আইরিন তানি সহ আরো অনেকে।
আকাশ রঞ্জন বলেন, অল্প সময়ের মধ্যে নাটকটি জনপ্রিয়তা পেয়েছে। নাটকটির ইউটিউব ভিউ দেখলেই বোঝা যায়। অধিকাংশ পরিচালক যাদের ব্যক্তিগত ভিউ বেশি এমন অভিনেতা অভিনেত্রীদের উপর নির্ভর হয়ে নাটক নির্মাণ করেন। সেখানে আকাশ রঞ্জন সম্পূর্ণ বিপরীত গল্পের প্রয়োজনে প্রকৃত শিল্পীদের গুরুত্ব দিয়ে থাকেন। এ ব্যাপারে সহযোগিতা করার জন্য বৈশাখী টিভির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গল্প ঠিক থাকলে দর্শক ঠিকই নাটক দেখেন। নাটকটি এরইমধ্যে ৮০তম পর্ব অতিক্রম করেছে।