খলিফা মাইনুল।।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার একমাত্র অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “নলছিটি সিটিজেন ফাউন্ডেশন” এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের কর্মসূচির উদ্যোগে গ্রহণ করা হয়েছে।
এরই কর্মসূচি হিসেবে শনিবার (২২ জুন) সকাল ১০টায় নাচন মহল ইউনিয়নের ভবানীপুর বাজার জামে মসজিদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও সুপ্রিমকোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট মোঃ কাওসার হোসাইন।
প্রতিবছরের ন্যায় এ বছরও বৃক্ষরোপণ কর্মসূচি সহ সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সংগঠনের নেতৃবৃন্দরা। বৃক্ষরোপণের উপকারিতা ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি ও সুপ্রিমকোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট মোঃ কাওসার হোসাইন ও সদস্য সচিব গোলাম মাওলা শান্ত এবং নাচন মহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম সহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।