৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৫০হাজার টাকা জরিমানা

সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের গাছাবাড়ী এলাকায় যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৫০হাজার টাকা জরিমানা করেছেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
গত (৩০ডিসেম্বর) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ উপায়ে বিপণনের উদ্দেশ্যে বালু উত্তোলন করা হচ্ছে সংবাদ পেয়ে উক্ত স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উক্ত অভিযান পরিচালনায় সেরাজুল ইসলাম নামক জনৈক ব্যক্তি এলাকায় অবৈধ উপায়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ ধারায় অভিযুক্ত কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার)টাকা অর্থদন্ড দেয়া হয়। অবৈধ উপায়ে বালু উত্তোলন বিরোধী অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
এ অভিযান চলা সময়ে আনছার সদস্যগন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ