২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেলাওয়ার হোসাইন সাঈদীকে দল গঠন করে দেয়ার প্রস্তাব দিয়েছিল আ.লীগ : মাসুদ সাঈদী মাত্র ৮ মাসেই হেফজ সম্পন্ন করে সাড়া ফেললো নাজিরপুরের শিশু নাফিউল আমতলীতে বিদ্যালয়ের নামাজ কক্ষে শিক্ষক দম্পতির সংসার! গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খাল পরিস্কারে ছাত্ররা বাকেরগঞ্জে বিষ দিয়ে মাছ মেরে ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধা নারীকে হত্যার চেষ্টা ।। ক্ষতিপূরণ পাবে পরিবার, ববি শিক্ষার্থী মাইশার নামে হচ্ছে ফুটওভার ব্রিজ মনপুরায় জাতীয় সমবায় দিবস পালিত উজিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত।  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত  বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২০ দিনে ৫৯৬ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জে উপনির্বাচনের শেষ মূহুর্তে আ’লীগের প্রচারনা তুঙ্গে- বিএনপি নিস্ক্রিয়

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
আগামি ১২ নভেম্বর সংসদীয় আসন ৬২-সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।নির্বাচনের প্রচার প্রচারনার শেষ মূহুর্তে প্রার্থী ও কর্মি সমর্থকদের পদচারনায় মূখরিতহয়ে উঠেছে প্রতিটি এলাকা। কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের আংশিক নিয়ে গঠিত নির্বাচনি এলাকায় আঃলীগ সমর্থিত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় কর্মি সমর্থকদের নিয়ে মাঠে সরব থাকলেও বি এন পি প্রার্থী সেলিম রেজা একেবারেই নিস্ক্রিয় রয়েছে বলে জানাযায়। গত ১০ নভেম্বর নির্বাচনি প্রচারণার শেষ দিনেও কাজিপুরউপজেলা আঃলীগ কার্যালয়ে দুপুরে মৎস্যজীবী লীগের একটি কর্মি সমাবেশে যোগদান করেন আঃলীগ সমর্থীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়।। মৎস্যজীবি লীগ কাজিপুর শাখার সভাপতি মোহাম্মদ মন্টু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে আঃলীগের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকীল জয় প্রধান অতিথির বক্তব্যে আগামি ১২ নভেম্বর উপনির্বাচনে সকলে উপস্থিত থেকে ভোট প্রদানের জন্য সকল মস্যজীবিদের সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি সিরাজগঞ্জ সদর ৫ ইউনিয়নের বাগবাটিতে এক পথসভায় বক্তব্য রাখেন। অপরদিকে বি এন পি মনোনীত সেলিম রেজা সিরাজগঞ্জ সদরের বহুলি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে জানাযায়। তবে নির্বাচণী প্রচারণার কাজেআঃলীগের পক্ষ থেকে বাধা প্রদান করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। তাঁর এই অভিযোগের বিষয়ে উপনির্বাচনের আঃলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকীল জয় কে জিঙ্গাসাবাদে তিনি বি এন পি প্রার্থীর অভিযোগ অশীকার করেন।সংসদীয় আসন- ৬২ সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনে আগামি ১২ নভেম্বর উপনির্বাচনে মোট১৭ টি ইউনিয়নের ৩৬৪৭৬৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে মহিলা ভোটার সংখ্যা
১৮৪১৪৯ জন ও পুরুষ ভোটার রয়েছেন মোট ১৮০৬১৫ জন।

সর্বশেষ