৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা মামলায় আটক ১


সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-

সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী তরিকুল ইসলাম (৪৫) হত্যা মামলায় একজনকে আটক করেছে পুলিশ।গত (১৭ জানুয়ারী) রবিবার রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে পরাজিত প্রার্থী ও৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকশাহাদত হোসেন বুদ্দিনকে প্রধান আসামী করে ৩২ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।এঘটনায় স্বপন ব্যাপারী (৪৫) নামের একজন এজাহার ভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ।রবিবার রাতে ব্যাপারীপাড়া থেকে স্বপন ব্যাপারীকে আটক করা হয়, তিনি মামলার এজাহার ভুক্ত ২৭ নাম্বার আসামী। নিহত তরিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৮৫ ভোটে জয়লাভ করেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সংঘর্ষ বাধে।
এ সংঘর্ষের সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। শনিবার রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ২ নং পুলিশ ফাড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, শাহাদত হোসেন বুদ্দিনকে প্রধান আসামী করে ৩২ জনের নাম উল্লেখ সহ আজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। এ মামলায় একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ