সেলিম শিকদার, সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জের ধীতপুর আলাল গ্রামে নিজাম উদ্দিন স্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এতে দোকানসহ দুটি ঘর অগ্নিকান্ডে ভুস্মীভুত হয়ে প্রায় ১০ থেকে ১২ লক্ষটাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে জানাযায়।
এলাকাবাসিরা জানান পূর্ব পরিকল্পিত ভাবে এই অগ্নিকান্ডে ঘটনা এবং
অগ্নিনির্বাপক দলের ধারনা বিদ্যুৎ এর শকসার্কিট থেকেএ অগ্নিকান্ডের সুত্রপাত হতেপাড়ে।গত ২৭ এপ্রিল রাত্রি আনুমানিক পৌনে ১২ দিকে ধীতপুর আলাল গ্রামে তিনরাস্তা মোড়ে অবস্থিত নিজাম উদ্দিন স্টোরে নামক মোনহরি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপক দেলের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে
স্থানীয়দের সহায়তায়প্রায় সোয়া ঘন্টা আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।এ অগ্নিকান্ডে নিজাম উদ্দিন স্টোর নামক মোনহরি দোকান সহ দুটি ঘরে থাকা টিভি, ফ্রীজ,কম্পিটার,ল্যাপটপ,চাল,ডাল, তৈল,পেট্রোল সহ বিভিন্ন মালামাল অগ্নিকান্ডে ভুস্মীভুত হয়েছে।এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষটাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।ধীতপুর আলাল গ্রামের জাহাঙ্গীর আলাম, আলামিন খান,আলম খান,সেরাজুল ইসলাম, জামিল হোসেন, শাহাদৎ হোসেন,আকাব্বার খানসহ অন্যান্যের দাবী পূর্বশত্রুতার জেরধরে রাতের অন্ধকারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।এদিকে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশনঅফিসার মোঃ আতাউর রহমানজানান, ঘরে থাকা কম্পিটার, ল্যাপটপে বিদ্যুৎ শকসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ঘরেথাকা পেট্রোল ও ঘর বোঝাই শুকনো পাতায় আগুন লেগে ব্যপকতা শৃস্ট হয়েছেবলে প্রাথমিক ভাবে ধারনা করছেন।
তবে এ ঘটনায় কোন জীবননাশের ঘটনা ঘটেনি বলেও জানাযায়।সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।