সেলিম শিকদার, সিরাজগঞ্জঃ-
বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
গত (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকালে দলিয় কার্যালয়ে
আনন্দঘন পরিবেশে
বিশাল আয়োতনের কেককর্তন,মুহুমুহু করতালি ও
জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান এবং দোয়া ও মোনাজাতের
মধ্যেদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী,
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার ৭৫ তম শুভজন্মদিন পালান করা হয়।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে
আয়োজিত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত -সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রহমান রানা, বীরমুক্তি যোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, সহ সভাপতি ও মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসাহাক আলী, যুগ্ম -সাধারণ সম্পাদক আব্দুল বারী সেখ, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ কাজী সেলিনা পারভিন পান্না, সিরাজগন্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা অধ্যাপিকা হাসনা হেনা, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাত্তার শিকদার, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান দুদু, জেলা আওয়ামী স্বেচ্ছায়সেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম, জেলা ছাত্র লীগের সভাপতি আহসান হাবীব খোকা, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লা বিন, প্রমূখ।
এ উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভজন্মদিন উপলক্ষে আলোচনায় তার দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর গুরুত্ব আরোপকরে আলোচনা করাহয়।
এসময় বক্তাগন আরও বলেন এ দিবস পালন উপলক্ষে
বাংলাদেশের নাগরিকদের কে ৭৫ লক্ষ ভ্যাকসিন টিকা দেওয়া হয়েছে।
শুভ জন্মদিনে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষথেকে প্রিয়নেত্রী
শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘয়ু কামনায় দোয়া ও মোনাজাত
করা হয়।