১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নাজিরপুরে পাশাপাশি খোঁড়া হচ্ছে একই পরিবারের সেই ৪ জনের কবর ভোলায় পূজা মন্ডপের গেট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে দু-পক্ষের হামলা, আহত-৫ ঝালকাঠিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছাত্রলীগের সাবেক সম্পাদক বরগুনায় ধ*র্ষ*ণ প্রতিরোধক জুতা আবিষ্কার করলো স্কুলছাত্র দুমকিতে ছাত্র ব*লাৎকা*রের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক বরিশালে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা স্কুল-কলেজের শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষাকেও কর্মমুখী করতে হবে: স্বপন মুলাদীতে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার, সিরাজগঞ্জঃ-

আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে উত্তরবঙ্গের ১৬ জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

গত (৮ সেপ্টেম্বর) রবিবার বেলা সাড়ে ১১টার সময় সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ নর্থ টাউন রেস্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,
পূর্ববর্তী সময়ের রেলসিটি খ্যাত এই সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করা হয়েছে।

এ অঞ্চলের নিম্ন আয়ের সাধারণ
মানুষগুলো প্রতিদিন সন্ধ্যায় লোকাল ট্রেনেকরে
ঈশ্বরদী অভিমুখে লাহিড়ী মহনপু,দিলপশার, বড়ালব্রীজ,ভাঙ্গুরা অঞ্চল থেকে বিভিন্ন প্রজারির মাছ,জমিতে উৎপাদিত বিভিন্ন ফসল, সাক-সবজি এই সিরাজগঞ্জ শহরের বিভিন্ন বাজারে বিক্রয় জীবিকা উপার্জন করতো।
পরিবার পরিজন নিয়ে ভালোই চলতো।
সেই সকল নিম্ন আয়ের সাধারণ মানুষের
যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে অনেক আগে থেকেই।
এ কারনে অনেকেই পেশা পরিবর্তন করে মানবেতর জীবনযাপন করে আসছে।

সিরাজগঞ্জ জেলার সকল ব্যাবসায়ি ও
পৌরবাসী নাগরিকদের সেবা নিশ্চিত করনে একাধিক এসিবগি ও আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি মানা না হলে ছাত্র-জনতা ও সিরাজগঞ্জের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ-ঢাকা রেলপথে চলাচলকৃত সকল ট্রেন বন্ধ করে দেওয়াসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে হুশিয়ারী ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি  ডাঃ আব্দুল লতিফ, ডাঃ আব্দুস সামাদ আজাদ খোকন, এ্যাডঃ কল্যাণ সাহা, জেলা  ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, শিক্ষিকা মোছাঃ জেয়াসমিন পারভীন প্রমুখ।

সর্বশেষ