১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নাজিরপুরে পাশাপাশি খোঁড়া হচ্ছে একই পরিবারের সেই ৪ জনের কবর ভোলায় পূজা মন্ডপের গেট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে দু-পক্ষের হামলা, আহত-৫ ঝালকাঠিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছাত্রলীগের সাবেক সম্পাদক বরগুনায় ধ*র্ষ*ণ প্রতিরোধক জুতা আবিষ্কার করলো স্কুলছাত্র দুমকিতে ছাত্র ব*লাৎকা*রের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক বরিশালে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা স্কুল-কলেজের শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষাকেও কর্মমুখী করতে হবে: স্বপন মুলাদীতে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-

সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে চলাচলরত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানবন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে আমরা সিরাজগঞ্জবাসীর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচী পালন সময়ে বক্তব্য রাখেন,

জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান, জেলা আইনজীবী দলের সভাপতি এ্যাডঃ রফিক সরকার, শহর যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউল জোয়ার্দার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন রাজেশ ও ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ প্রমুখ।

মানববন্ধনে বক্তাগন অবিলম্বে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসিবগিসহ আধুনিকায়ন রূপে চালুর দাবী জানান।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চালু না হলে সিরাজগঞ্জ শহর বন্ধকরন কর্মসুচীসহ বৃহত্তর কর্মসুচী ঘোষনা করা হবে হুশিয়ারী উচ্চারন করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমানের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীর সাথে সহমত প্রকাশ করে দ্রুত স্মারকলিপি অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তদের কাছে দ্রুত পাঠানোর ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বস্ত করেন।

প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয়ার পর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করা হয়। গত (৪ ডিসেম্বর) ছাত্র-জনতার আন্দোলরে সময় বাজার ষ্টেশন রেলওয়ে কাউন্টারটি অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। এরপর থেকে

সিরাজগঞ্জে রেলওয়ে স্টেশনের সকল কর্যক্রম বন্ধ করনসহ সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচল কৃত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সম্পুর্নভাবে বন্ধ করে দেয়াহয়।

এতেকরে রাজধানী ঢাকার সাথে সিরাজগঞ্জে রেল যোগাযোগ বন্ধ করে দেয়ায় সকল যাত্রী সাধারণ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছে।

সর্বশেষ