৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সিলেটের জামিল মারা গেলেন ইউরোপে যাওয়ার পথে

সিলেট প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের জামিল আহমদ (৩৮) এর স্বপ্ন ছিলো ইউরোপে যাওয়া। স্বপ্ন পুরনে ইউরোপে যাওয়ার পথে মারা গেলেন তিনি।নিহত জামিল আহমদ গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জের খাটকাই গ্রামের মাওলানা আব্দুল হান্নান কলা মিয়ার দ্বিতীয় ছেলে।রবিবার (২৭ ডিসেম্বর) সকালে জামিল আহমদের পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে। ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডায় তার মৃত্যু হয়েছে বলে জানায় খবর প্রদানকারিরা।
জামিল আহমদের ছোট ভাই মাওলানা কবির আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে আমার ভাই জামিল আহমদের মৃত্যু হয়। যেখান থেকে সকালে মৃত্যুর খবরটি আমাদের জানানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ৩/৪ বছর আগে বাংলাদেশ থেকে ওমানে পাড়ি জমান। এরপর ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে ওমান থেকে ইরান এবং ইরান থেকে বাইরোডে তুরস্কে যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডায় তার মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ