হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ মুক্তির রজনী লাইলাতুল বরাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যে দিয়ে সিলেটে পালিত হচ্ছে। কিন্তু এই পবিত্র রজনী মানুষের চাহিদাকে পুজি করে সিলেটে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সিলেটে বেড়েছে মাংসের দাম। রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা। আর আবাসিক এলাকার দোকানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮২০ থেকে ৮৫০ করে।পবিত্র লাইলাতুল বরাতে ভালো খাবারের আয়োজনের রেওয়াজ রয়েছে মুসলমানদের মধ্যে। এরমধ্যে অন্যতম অনুষঙ্গ গরুর মাংস-রুটি। এ উপলক্ষে বাড়তি চাহিদা গরু মাংসের। আর এ সুযোগে বাড়তি দাম হাকান মাংস ব্যবসায়ীরা। এর ফলে সিলেটে বেড়েছে মাংসের দাম। এপ্রসঙ্গে মাংস ব্যবসায়ীরা বলেন, শবে বরাত উপলক্ষে গরুর মাংসের চাহিদা বেড়ে গেছে। এ কারণে সারাদেশেই হাটে গরুর দাম বেড়েছে। শুধু আজকের দিনকে ঘিরে গরুর দাম একদিনে কম করে হলেও ১০ থেকে ১৫ হাজার টাকা বেড়েছে। পবিত্র শবে বরাতের কারণে চাহিদা বাড়ায় হাটে গরু পাওয়াই যাচ্ছে না। এ কারণে দাম বেড়েছে। এজন্য সিলেটের বিভিন্ন বাজারেও একটু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। বাদ সন্ধ্যা সিলেটের গোলাপগঞ্জ বাজারে গরুর মাংস ৮০০ টাকা ও ছাগলের মাংস এক হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। একই চিত্র দেখা গেছে সিলেটের হেতিমগঞ্জ বাজার, টিকরপাড়া, রামধাবাজার, বিয়ানীবাজারে।
দাম বেশি হওয়া সত্ত্বেও নগরীর বিভিন্নস্থানের বেশিরভাগ মাংসের দোকানের সামনে ক্রেতাদের ভিড় ছিলো লক্ষণীয়। তবে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও মাংসের দাম বেশি হওয়ায় ক্রেতারা কিছুটা বিরক্তি প্রকাশ করে এক ক্রেতা বলেন, কি আর করবো এখন দাম বেশি হলেও কিনতে হবে। কষ্ট হলেও কিছু করার নেই। এমন একটি পবিত্র দিনকে কেন্দ্র করে মাংসের এ মূল্যবৃদ্ধি ঠিক নয়। হুট করে এভাবে দাম বাড়ানো অযৌক্তিক ও অনৈতিক।