স্টাফ রিপোর্টার : শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর পুর্ব পার্শ্বে অজ্ঞান অবস্থায় পটুয়াখালীর গৃহবধু সুমী বেগমকে উদ্ধার করেন বন্দর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার।গত রবিবার দুপুরে সুমিকে উদ্ধার করা হয়।
ওসি সুমীকে উদ্ধার করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন।এ সময় নারী পুলিশ সদস্য সহ বন্দর থানার পুলিশ উপস্থিত ছিলেন। সুমী সুস্থ্য হলে বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেন। একই সাথে সুমীর দেয়া তথ্য অনুযায়ী পটুয়াখালীর বাড়িতে খবর দেয়া হয়। সুমীর মা ও ফুফুর কাছে গতকাল সোমবার হস্তান্তর করা হয়। এ সময় সুমীর পরিবার বন্দর অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
