নিজস্ব প্রতিবেদক: দেশের স্বনামধন্য, সুপরিচিত সরিষার তেলের ব্রান্ড সুরেশ সরিষার তেল মানসম্মত নয় বলে যে অভিযোগ আনা হয়েছিলো তা নিয়ম অনুযায়ী পুনঃপরীক্ষা করার পর সেই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে বিএসটিঅাই। সুরেশ সরিষার তেল কে মানসম্মত উল্লেখ করে কোম্পানিটির লাইসেন্স এর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএসটিআই।
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট ( বিএসটিআই) এর পরিচালক ( সিএম) প্রকৌশলী সাজ্জাদুল বারী গত ২২ জুন ২০২০ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল পণ্যের অনুকূলে প্রদত্ত সিএম লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করেন।
সুরেশ সরিষার তেল প্রতিষ্ঠানের পরিচালক গণসংযোগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
ভিডিও লিংকঃ
https://www.facebook.com/100005825682959/posts/1331582980379212/