নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার ১০ নং হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মো: সেলিম হাওলাদারের ছবি ব্যবহার করে কে বা কারা ‘ হাজারীগন্জের ইউনিয়ন চেয়ারম্যান ‘ নামে ফেইক ফেসবুক আইডি চালু করে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে। পাশাপাশি স্হানীয় বিভিন্ন পেশার মানুষকে বন্ধুতের জন্য অনুরোধ করা হচ্ছে।
এব্যাপারে হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার সেলফোনে বরিশাল বানীকে জানান, সেলিম চেয়ারম্যান নামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আইডি রয়েছে। ওই আইডি আমার।
অথচ একটি কুচক্রী মহল আমার ছবি ব্যবহার করে হাজারীগন্জ ইউনিয়ন চেয়ারম্যান নামে আইডি চালু করে বিভিন্ন ধরনের পোস্ট করছে। জনমনে নানা প্রশ্ন দেখা দিতে পারে।
ওই আইডির সাথে আমার কোন সম্পর্ক নেই। এর আগে আমার আইডি হ্যাক করে বিভিন্ন ষড়যন্ত্র করতে চেয়েছিল, সফল হয়নি। ইনশা আল্লাহ ভূয়া আইডি চালু করে এবার ও সফল হবেনা।
আমি ঢাকা থেকে চরফ্যাশন আসার পর ফেইক আইডির বিরুদ্ধে আইনী ব্যব্স্হা নিব।