২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সোমবার সরকারী সফরে চরফ্যাসন আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ভোলা : ভোলা – ৪ ( চরফ্যাশন – মনপুরা) আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র পৃষ্ঠপোষকতায় এক সংক্ষিপ্ত সরকারী সফরে চরফ্যাশন আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এমপি। সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ন’টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে চরফ্যাসনের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা রয়েছে তার। এসময় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি,পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিবও সফরসঙ্গী হবেন।ওইদিন সকালেই এমপি জ্যাকব ও প্রতিমন্ত্রী প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে চরফ্যাসন ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে “বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২০ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর উন্নয়নের রোল মডেল খ্যাত চরফ্যাসন উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এমপি ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ