৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

সোহেল খান ও নওরিন মিথিলার ‘এক বুক জ্বালা’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রঞ্জু সরকার, বিনোদন ডেস্কঃ

সম্প্রতি নির্মিত হলো মিউজিক ভিডিও ‘এক বুক জ্বালা’।গানটি লিখেছেন আল আমিন,সুর করেছেন আশরাফ রুহান গানটি সঙ্গীত আয়োজনে এ আর রয়।গানটিতে কন্ঠ দিয়াছেন সিরাজ খান ।মিউজিক ভিডিও পরিচালনা করেছেন হুজাইফা আলী সোহেল। ‘এক বুক জ্বালা’ শিরোনামের গানে মডেল হিসেবে দেখা যাবে মডেল সোহেল খান। তার বিপরীতে থাকছেন নওরিন মিথিলা।

মডেল সোহেল খান বলেন, গানটি আমার ভীষণ ভালো লেগেছে। মিউজিক ভিডিওটির গল্পটাও আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। সব মিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। আমি আশাবাদী। মিউজিক ভিডিওটি দর্শকদের মন কাড়বে।

পরিচালক হুজাইফা আলী সোহেল জানালেন, গানটি অসাধারন। গানের কথা ও সুরে একটা অন্যরকম মায়া আছে। আশা করছি সেই মায়াটা দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

গানটি শিঘ্রই তরুণ বাংলা মিউজিক ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

সর্বশেষ