অনলাইন ডেস্ক :: স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার পর বাসার আশেপাশেই ঘোরাফেরা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল স্বামী। এসময় র্যাবের হাতে গ্রেফতার হয় সে। এরমধ্যে হত্যাকাণ্ডের কথাও স্বীকার করেছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে রাজধানীর হাজারীবাগ থানার রায়ের বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন টিলাবাড়ি এলাকার একটি বাসায় খুন হন গৃহবধূ সাজেদা বেগম সাজু (১৯)। ঘটনার পর পলাতক ছিল নিহতের স্বামী টিটু তালুকদার (২৫)।
এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা হয়। ঘটনার পর হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব-২।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর টিটু তালুকদার ঘটনাস্থলের আশেপাশেই ঘোরাফেরা করছিল। সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। র্যাব তাকে গ্রেফতার করার পর স্থানীয়রা তাকে মারধর করার চেষ্টা করেছিল। স্থানীয়দের শান্ত করে টিটুকে র্যাব ২ এর ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার (২০ এপ্রিল) রাতের কোনও এক সময় মাদকাসক্ত টিটুকে মাদকের টাকা দিতে না পারায় তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
বরিশাল জেলার উজিরপুরের সাতলা এলাকার বাসিন্দা টিটু তালুকদার।
মাদকাসক্ত টিটু ধানমন্ডি এলাকায় বিভিন্ন ফুটপাতে মাছ বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই মাদক সেবনের টাকা নিয়ে কলহ সৃষ্টি হতো। বিভিন্ন সময় মাদকের টাকা দাবি করে সে তার স্ত্রীর উপর নির্যাতন করতো।