মির্জা আহসান হাবিব ঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজির আহমেদ বিপিএম বার কর্তৃক প্রবর্তিত নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর বিষয়ে পটুয়াখালী পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১ টায় পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সদর সার্কেল আহমেদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার মোঃ মেরাজুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ অন্যান্য সাংবাদিক ও জেলার সকল থানার ওসি বৃন্দ।
