১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

স্বরূপকাঠিতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় হেলথ ক্যাম্প

পিরোজপুর প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা, নারী পুরুষের সমতা” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠিতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সমাজসেবা কর্মকর্তা তপন কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো, জাহিদ হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দোলন মৃধা প্রমুখ। বক্তৃতা শেষে মায়েদের ও শিশুদের চিকিৎসা সেবা এবং খাবার স্যালাইন, মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ