পিরোজপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে পাঁচ নারীকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি পালনে বুধবার (৯ নভেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাৎ জাহান, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম ও নারী নেত্রী মীরা রানী চৌধুরী প্রমুখ। সভাশেষে পাঁচ নারীর হাতে জয়িতা সন্মাননা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সংবর্ধিতরা হলেন অর্থনীতিতে সাফল্য অর্জনকারী মোসা. তহমিনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে মোসা. মারজিয়া, সফল জননী মোসা. ফজিরা বেগম, নির্যাতনের বিভিষিকা শিউলী বেগম ও সমাজে উন্নয়নে মাহামুদা হাসি।
