২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

স্বরূপকাঠিতে ৪০ ইঞ্চি বরের সঙ্গে ৩০ ইঞ্চি কণের বিয়ে

অনলাইন ডেস্ক।।
পিরোজপুরের স্বরূপকাঠিতে জমকালো আয়োজনে খর্বাকৃতির বর-কনের বিয়ে হয়েছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বিকালে এক লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বর মো. আল আমীনের (২৪) উচ্চতা প্রায় ৪০ ইঞ্চি এবং ছামিয়া আক্তার সাম্মির (২১) উচ্চতা ৩০ ইঞ্চি। আল আমীন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের ভাঙাড়ি ব্যবসায়ী আব্দুল হামেদের ছেলে। আর সাম্মি সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের মো. শাহজাহান মিয়ার কন্যা।

জানা গেছে, আল আমীনের দুই ভাই বিয়ে করে সংসারি হলেও শারীরিকভাবে খর্বাকৃতির হওয়ায় তাকে নিয়ে পরিবার চিন্তিত ছিল। অপরদিকে মেয়ের জন্য কোনো বর পাচ্ছিলেন না শাহজাহান মিয়া। অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের দিন গ্রামের লোকজন খর্বাকৃতির এ দম্পত্তিকে একনজর দেখতে ভিড় করেন।

কনের বাবা শাহজাহান মিয়া জানান, মেয়ের উচ্চতা কম হওয়ায় তিনি পাত্র পাচ্ছিলেন না। পাত্রের খোঁজ পেয়ে উভয়পক্ষ দিনক্ষণ ঠিক করে বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।

বরের বাবা আব্দুল হামেদ বলেন, আশা করি আল্লার রহমতে পুত্র ও পুত্রবধূ সুখেই থাকবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ