৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে ! নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করলেন এস এম শাহজাদা পিরোজপুর-৩ আসনে লাঙ্গল পেলেন না ৪ বারের এমপি, হবেন স্বতন্ত্র প্রার্থী বরিশালে বন্ধ করে দেয়া হলো দোকানে পাম্প বসিয়ে তেল বিক্রি অবরোধ সফল ও হরতাল পালন করতে বরিশাল মহানগর বিএনপি মশাল মিছিল বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান ১ আলহাজ... পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৭ প্রার্থী বরিশালে অটোপাসের আশ্বাসে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে প্রধান শিক্ষক! বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল

হাসপাতালের স্টাফদের মারধরে নিহত এএসপি আনিসুল করিমের জানাজা সম্পন্ন

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে স্টাফদের মারধরে নিহত বরিশাল মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে জানাজা শেষে দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন গোরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। এর আগে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে সকাল সাড়ে ৮টার দিকে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শরিফুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) বিভাগ জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) বিভাগ মো. হুমায়ুন কবির, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, নিহতের বাবা মো. ফাইজউদ্দিন, নিহতের বড়ভাই রেজাউল করিম সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান আজমল ভুঁইয়া সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নিহতের পরিবার ও এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। নিহতের ভাই রেজাউল করিম সবুজ প্রধানমন্ত্রী ও সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন। এ প্রসঙ্গে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, যাদের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রসঙ্গত গতকাল সোমবার রাজধানীর আদাবরে ‘মাইন্ড এইড’ নামের একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মারধরে নিহত হন। তিনি বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার পিতা বাদী হয়ে আদাবর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ১০জনকে আটক করেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ