হিম কুয়াশায় ভোর বিহানে
রবির চোখে ছানি,
ঘাসের সাথে আবছা আলো
করছে কানা কানি।
শীত আসে নাই তা জানি ভাই
আমেজ তবু শীতের,
হেমন্তের এই নবান্নতে
কী আনন্দ গীতের!
বঙ্গ মাতার ছাতার তলে
সোনালী ধান হাসে,
কিষাণ বধূ মনের পাতায়
নতুন ছবি আঁকে।
পল্লী মায়ের আঁচল বাঁধা
কান্না হাসির গান,
হৃদয় কাড়া মূর্চ্ছনাতে
শহর মারে টান।
পরিচিতিঃ
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, লেখক উন্নয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটি
ই-মেইল : [email protected]
ফোন : ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮