১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের সকল ছুটি বাতিল

বরিশাল বাণী ডেস্ক: করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির জন্য আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কেউ কর্মস্থল ত্যাগ ও ছুটি নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার দেশের সব জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভায় তিনি এ তথ্য জানান।

ডা. খুরশীদ আলম বলেন, সরকারি ছুটির দিন শুক্রবার টিকা কর্মসূচি বন্ধ থাকবে। এছাড়া বাকি দিনগুলোতে টিকা কার্যক্রম চলবে। ইতোমধ্যে ৬২ জেলায় টিকা পৌঁছে গেছে। গাজীপুর ও নারায়ণগঞ্জে সোমবারের মধ্যে টিকা পৌঁছাবে।

টিকা নেওয়ার জন্য ইতোমধ্যে ২০ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন জানিয়ে তিনি বলেন, “যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, তাদের সহায়তা করবেন মাঠ স্বাস্থ্যকর্মীরা। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছেন।”

ঢাকা জেলার জন্য করোনাভাইরাসের চার লাখ টিকা বরাদ্দ রাখা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ