সোহেল, বিশেষ প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং অব্যহত ৩ দিনের ভারি বর্ষণের পানিতে হঠাৎ ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা পিরোজপুরের মঠবাড়িয়ার কৃষকরা। ৫/৭ ফুট পানির নিচে বিস্তিৃর্ণ ফসলের ক্ষেত যেন বিশাল নদি। ক্ষেতে পানিবদ্ধতার সৃষ্টি হলে ফসলের বড় ধরনের ক্ষতির আশংকা করছে কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, গত ৩ দিনের ভারি বর্ষণ এবং লঘুচাপের প্রভাবে জোয়ারের পানিতে ১২শত হেক্টর পাঁকা আউশ ক্ষেত, ৪শত ২০ হেক্টর আমন বীজ তলা এবং ৩শত হেক্টর সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, আগামী ৩/৪ দিনের মধ্যে পানি নেমে গেলে আমন বীজ তলার কোন ক্ষতি হবে না। তবে আউশ ধান ও সবজির বড় ধরনের ক্ষতি হবে। পানি নেমে গেলে চূড়ান্ত ক্ষয়-ক্ষতির পরিমান জানা যাবে বলে তিনি জানান।
