নিজস্ব প্রতিবেদক: ‘নিজ বাড়ি নিজ হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে ধারন করে বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেক বড় ফ্রি মেডিকেল ক্যাম্প।
বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডা. রাশেদুল হাসান সহ দেশের প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্টগন এতে চিকিৎসা প্রদান করবেন। এতে করোনা, ননকরোনা, করোনা উপসর্গ সহ যে কোন সাধারণ রোগী সেবা গ্রহণ করতে পারবেন।
ক্যাম্পে সেবা গ্রহণকারী রোগীদের ইসিজি, চেস্ট এক্সরে, রেসপাইরোমেটরি, সিবিসি সহ বেশ কিছু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি করা হবে। তাছাড়া কিছু কিছু আইটেমের ঔষধ ফ্রি দেওয়া হবে। কোন রোগীর করোনা সনাক্ত হলে তাকে ডোজের সম্পূর্ণ ঔষধ ফ্রি দেওয়া হবে। রোগীর অক্সিজেন প্রয়োজন হলে ২৪ঘন্টা ফ্রি অক্সিজেন দেওয়া হবে।
এ আয়োজন করছে ইনজিনিয়াস হেলথ কেয়ার, সৌহার্দ্য ফাইন্ডেশন, অপসোনিন ফার্মা । ক্যাম্প বাস্তবায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন বিএমএ বরিশাল শাখা।
আগামী ১২ ও ১৩ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রোগী দেখা হবে। বরিশাল নগরীর বান্দরোডের চাঁদমারী ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালটেন্ট ভবনে এসব সেবা প্রদান করা হবে। এই ক্যাম্পে সেবা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে 01844 644 732 নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল শাখার সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন বরিশাল বাণীকে বলেন, দক্ষিণাঞ্চলে করোনা, উপসর্গ, ননকরোনা ও সাধারণ রোগীদের ফ্রি সেবা প্রদানে অনেক বড় একটি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের স্বনামধন্য চিকিৎসকগন সেবা প্রদান করবেন। যে কেউ চাইলে এখানে সেবা গ্রহণ করতে পারবেন।