নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজসেবক মাস্টার মো. মজিবুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী ১৯ এপ্রিল। ২০০৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
মাস্টার মো. মজিবুর রহমান ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (ফেডারেশন) পিরোজপুর জেলার সিনিয়র সহ সভাপতি, সেক্রেটারি ও নেছারাবাদ উপজেলার সভাপতি। তিনি আলকিরহাট হক উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টির একজন নিবেদিত নেতা ও নেছারাবাদ উপজেলা জাতীয় পার্টিও প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে তিনি সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখেন।
মাস্টার মো. মজিবুর রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকীতে সবার দোয়া কামনা করেছেন মরহুমের ছেলে ঢাকা নটর-ডেম কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, ভাষাপ্রকাশ’র সত্বাধিকারী, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মিজান রহমান।
