২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

২৮তম ট্রাব অ্যাওয়ার্ড ২০২২ মনোনয়ন পেলেন যারা

২৮তম ট্রাব অ্যাওয়ার্ড ২০২২ মনোনয়ন পেলেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, শরিফুল ইসলাম রাজ, মৌসুমী, বিদ্যা সিনহা মিম ও পুজা চেরী

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব এর উদ্যোগে আগামী ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিতব্য ২৮তম ট্রাব অ্যাওয়ার্ড ২০২২ এ চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ক্যাটাগরীতে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান (চলচ্চিত্র-গলুই), চিত্রনায়ক চঞ্চল চৌধুরী (চলচ্চিত্র-হাওয়া), চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ (চলচ্চিত্র- পরান), শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ক্যাটাগরীতে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়িকা মৌসুমী (চলচ্চিত্র-ভাঙন), বিদ্যা সিনহা মিম (চলচ্চিত্র-পরান),পুজা চেরী (চলচ্চিত্র-শান)। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন- ড. হাছান মাহমুদ এমপি, মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন- ফরিদা ইয়াসমিন, সভাপতি, জাতীয় প্রেসক্লাব। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে বাদল আহমেদকে চেয়ারম্যান (মোবাইল: ০১৭১১৩৬৭৯১০), হামিদ মোহাম্মদ জসিমকে সদস্য সচিব (মোবাইল ০১৭১১২৮৮১৬৯) করে উদযাপন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে টেলিভিশন, চলচ্চিত্র, সঙ্গীত, মঞ্চনাটক, নৃত্য, শিল্প, বাণিজ্য, সমাজকল্যাণ ও সাংবাদিকতা বিভাগে শ্রেষ্ঠত্যের বিচারে জ্যুরিমন্ডলির রায়ে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গণের তারকা ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত থাকবেন এবং পারফর্ম করবেন। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য ট্রাব’র প্রধান উপদেষ্টা তাশিক আহমেদ, ট্রাব’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসনাইন সাজ্জাদী, সভাপতি সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক অনজন রহমান সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ