নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে মাছ ধরার সময় দুই ট্রলারের ধাক্কায় ট্রলার মালিক আবু হানিফ (৬০) নামে একজন নদীতে নিখোঁজ হন। বৃহস্পতিবার দুপুরে তার লাশ মেঘনায় ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে। নিহত আবু হানিফ নরসিংদী জেলার মাধবদী থানাধিন উত্তর চরভাসানিয়া এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে বলে পুলিশ জানায়।
খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আবু হানিফের নৌকা ভাড়া নিয়ে দুই লোক বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর একটি ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে মাঝি নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরীদল কাজ করলেও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তার লাশ ভেসে উঠে। খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
