নিজস্ব প্রতিবেদকঃ দুমকি উপজেলার ১৭ নং বাদুয়া শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং মা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ০৭ ডিসেম্বর দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জোবায়দুল হাসান হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার ও পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দিন বাদল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় এবং সহকারী শিক্ষিকা মেহেরুন নেছা’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুমকি প্রেসক্লাব এর সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার, দেবীরচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের মাঝে (শিক্ষা উপকরন) উপহার বিতরণ করেন।
