৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৭নং চরকাউয়া ইউনিয়নে নদী ভাঙ্গনরোধ কল্পে দোয়া মোনাজ অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

খবর বিজ্ঞপ্তি: গতকাল শুক্রবার স্থানীয় চরকাউয়া নয়ানী চৌমুখী জামে মস্জিদ প্রাঙ্গনে জুমা বাদে চরকাউয়ার ১,২ ও ৩নং ওয়ার্ডে নদী ভাঙ্গন রোধ কল্পে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অত্র সংগঠনের আহব্বায়ক ও জেলা পরিষদের সদস্য মোঃ মুনাওয়ারুল ইসলাম অলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বরিশাল সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম ছবি। বক্তব্য রাখেন মোঃ কেরামত আলী হাওলাদার, মোঃ মজিবুর রহমান হালিম মুন্সি, রফিকুল ইসলাম জুয়েল, মোঃ সোহেল প্রমূখ। গত সপ্তাহ সহ বিগত ২ (দুই) মাসে প্রায় ১০-১২টি ঘরসহ অত্র এলাকার বসত ভিটাসহ প্রায় ২০ একর ফসলী জমি নদী গর্ভে চলে যায়। গত ৩০ বছরে এই অঞ্চলে চরকাউয়া ইউনিয়নের ২টি মৌজা কির্তনখোলা ভাঙ্গনের ফলে নদী গর্ভে বিলিন হয়ে যায় বলে বক্তাগন উল্লেখ করে। অনতিবিলম্বে জরুরি বাধ নির্মানের দাবি জানানো হয়। এ দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তাগন। অনুষ্ঠানে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (মন্ত্রী), পানি সম্পদ প্রতি মন্ত্রী জাহিদ ফারুক শামিমসহ সরকারের সাফল্যের জন্য দোয়া করা হয় এবং কির্তনখোলা নদী ভাঙ্গন রোধে সরকার ও পানি উন্নয়ন বোর্ডের সু-দৃষ্টির দাবি জানানো হয়।

সর্বশেষ