১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অগ্নি সংযোগ মামলা করে বাদী বিপাকে, আসামী গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গরু ব্যবসায়ীর বসত ঘরের বারান্দায় অগ্নি সংযোগ করে এক লাখ টাকা মূল্যের একটি গরু ও গরু ক্রয়ের জন্য বারান্দার চালায় গুজে রাখা ৩ লাখ ৫০ হাজার টাকা পুড়ে ফেলার মামলা করে বিপাকে পড়েছে বাদী। আসামীদের অব্যহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছে মামলার বাদী ও তার পরিবার। এঘটনায় মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) সকালে আসামীদের গ্রেফতারের দাবীতে মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী দরিদ্র পরিবারটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গরু ব্যবসায়ী আঃ মালেক শিকদারের ছেলে মোঃ আলাউদ্দিন শিকদার। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর পূর্ব শত্রæতার জের ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পরিকল্পিতভাবে তাদের বসত ঘর সংলগ্ন বারান্দায় অগ্নি সংযোগ করে। এতে ওই গরু ব্যবসায়ীর এক লাখ টাকা মূল্যের একটি গরু ও গরু ক্রয়ের জন্য চালায় গুজে রাখা ৩ লাখ ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পরদিন গরু ব্যবসায়ী আঃ মালেক শিকদার বাদী হয়ে স্থানীয় সাব্বির, মারুফ, রাজিবসহ ৯ জনের বিরুদ্ধে মঠবাড়িয়ায় থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের পর আসামীরা গ্রেফতার না হওয়ায় মামলা তুলে নেয়াসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে আসামীরা। সংবাদ সম্মেলনে গরু ব্যবসায়ী মালেক শিকদার ও তার স্ত্রী মরিয়ম বেগম আসামীদের গ্রেফতারের দাবীতে কান্নায় ভেঙ্গে পড়েন।

সর্বশেষ