২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

অধ্যক্ষ নজরুল স্যার’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলিমা জ্যাকব কলেজে স্মরণ সভা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম লোকমান হোসেন :

দক্ষিণ বাংলার প্রাণ পুরুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক জাতীয় সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম জননেতা এম এম নজরুল ইসলাম স্যারের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলিমা জ্যাকব কলেজ আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকলা ১০টায় কলেজের হলরুমে স্থানীয় চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়৷

নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সভাপতিত্বে স্মরণ সভায় নজরুল ইসলাম স্যারের স্মৃতিচারণ করেন, জেলা পরিষদের সদস্য শাহাবুদ্দিন মাস্টার, নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, প্রভাষক নূর হোসেন, প্রভাষক গোলাম ফারুক, মোঃ ইউসুফ আলী৷

অনুষ্ঠানে দুলারহাট ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আজিজুর রহমান এর পরিচালনায় মরহুম জননেতা এম এম নজরুল ইসলাম স্যারের রুহের মাগফেরাত ও তার পরিবারের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়৷ এসময় এম এম নজরুল ইসলাম স্যারের সুযোগ্য সন্তান ভোলা-৪ চরফ্যাসন মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়৷

সর্বশেষ