১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

অল্পের জন্য প্রাণে রক্ষা পেল মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৯২৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুল চলাকালীন অবস্থায় অন্তত ৩০ বছর আগের পুরাতন লাইব্রেরি ভবনে আকস্মিকভাবে বিশাল অংশজুড়ে ভাঙণ ধরে বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ে। এ সময় মো. ইউসুফ আলী নামের একজন শিক্ষক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে সেখানো উপস্থিত অন্যান্য শিক্ষকরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। খবর শুনে পাশের কক্ষগুলোতে থাকা শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে। বিদ্যালয়টির শিক্ষক খায়রুল আলম পান্না জানান, স্কুল ভবনে ঘটে যাওয়া আকস্মিক দূর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বর্তমানে সবার মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রধান শিক্ষক বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করেছেন। অবিলম্বে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ব্যবহার অনুপযোগী এই ভবনে ক্লাস কার্যক্রম পরিচালিত হলে ভবিষ্যতে আরও বড় দূর্ঘটনা ঘটার আশঙ্কা আছে।

সর্বশেষ