১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিমানবন্দরে গৃহবধূকে মারধর।। বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা: চরম দুশ্চিন্তায় জেলেরা ! মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন উজিরপুরে তাবিজ দেয়ায় ইমামকে বহিষ্কার, খুলে নেওয়া হলো দানের মালামাল বাউফলে বজ্রপাতে শ্রেণি কক্ষে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী চরফ্যাশনে বিদ্যুৎস্পৃ*ষ্টে প্রাণ গেল শিশুর দশমিনায় মোবাইল না দিয়ে মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা দুমকিতে কাওসার আমিনের উঠােন বৈঠকে হাজার হাজার জনতার ঢল গলাচিপা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৫ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন হজ ইসলামের অন্যতম স্তম্ভ

অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনের আগেই সেতুর বৈদ্যুতিক তার চুরি, আটক ৫

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীর কচাঁ নদীর উপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাউখালি প্রান্তের বিদ্যুৎ লাইনের তামার তার উদ্বোধনের আগেই চুরি হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ মঙ্গলবার (৫ জুলাই) রাতে ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ভান্ডারিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে কবির হোসেন (৪৫),একই উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের জলিল হাওলাদারের ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী বেলায়েত হাওলাদার (৩০), কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের জাকির আকনের ছেলে তরিকুল ইসলাম (২০), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কাউছার হোসেন (২২) ও হোসেন গাজীর ছেলে ওহিদুল গাজী (২৫)। পুলিশ প্রথমেই বেলায়েতকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে বাকি ৪ জনকে আটক করেন। এ বিষয়ে থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৫ জুলাই) ভোরে চুরি হওয়া ওই তারগুলো ভান্ডারিয়া উপজেলার ভাঙ্গারি ব্যবসায়ী বেলায়েত হোসেনের দোকান থেকে বস্তাভর্তি অবস্থায় উদ্ধার করা হয়।এই সময় ওই ভাঙারি দোকানদার সহ ৫ জনকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, তারা দুইদিন ধরে বেকুটিয়া সেতুর ল্যাম্পপোস্টের নিচের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের মাটির ওপরের ঢাকনা খুলে মূল্যবান তামার তার কেটে নিয়ে বিক্রি করেন। এই চোর চক্রটি এর আগে বেকুটিয়া সেতুর লোহার রডসহ মূল্যবান মালামাল চুরি করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, বিদ্যুতের তার চুরির অভিযোগে থানায় অজ্ঞাতনামাদের আসামি করে ওই সেতু নির্মানের দায়িত্বে থাকা চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত করে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় ওই ভাঙ্গারির দোকান থেকে চারটি বস্তায় ভর্তি অবস্থায় ওই মালামাল গুলো উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২০১৮ সালের অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। ৯টি স্প্যান ও ১০টি পিলার বিশিষ্ট ৯৯৮ মিটার দৈর্ঘ্য ও ১৩ দশমিক ৪০মিটার প্রস্থের ওই সেতুটির নির্মান ব্যায় ধরা হয়েছে প্রায় ৮৮৯ কোটি টাকা।

সর্বশেষ