১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আঃ মালেক মাষ্টার’র মৃত্যুতে দুর্দিনের আশ্রয়স্থল হারালো – এমপি শাহে আলম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নাজমুল হক মুন্নাঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান এর পিতা, সাতলা ইউনিয়ন আ’লীগের দুর্দিনের আশ্রয়স্থল আঃ মালেক মাষ্টার আজ ৬ অক্টোবর মঙ্গলবার বেলা আনুমানিক ৩: ৩০ মিনিটে নিজ বাড়িতে বাদ্ধাত্ব জনিত কারনে শেষ নিঃশাস ত্যাগ করেন। জানা যায় তিনি বেশ কিছু দিন অসুস্থ অবস্থায় বিছানায় সয্যাসায়ী ছিলেন।

মরহুম আঃ মালেক মাষ্টার একাধিক বার গুনিজন সম্মাননায় ভূষিত হয়েছিলেন। এছাড়াও তিনি চার পূত্র সন্তান রেখে গেছেন, যারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, ১. নজরুল ইসলাম (প্রতিষ্ঠিত ব্যবসায়ী) ২. সামসুল ইসলাম মিঠু( রাষ্ট্রপতি পদক প্রাপ্ত ও রেসিডেন্সিয়াল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক) ৩. মোস্তাফিজুর রহমান মাসুম(প্রিন্সিপাল অফিসার) ৪. আবিদ আল হাসান ( ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি)।

এসংবাদে শোকাহত পরিবারের প্রতি সমোবেদনা জানাতে ছুটে আসেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহে আলম। তিনি বলেন সাতলাবাসী ও ইউনিয়ন আওয়ামী লীগ দুর্দিনের আশ্রয়স্থল এবং একজন সৎ মুজিব প্রেমী মানুষকে হারালো। যিনি সব সময় আওয়ামী লীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে চেষ্টা করেছেন। এছাড়াও মাননীয় সাংসদ সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম আঃ মালেক মাষ্টার’এর আত্মার মাগফিরাত কামনা করেন।

সেসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস. এম. জামাল হোসেন, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু, আগৈলঝারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল রইচ সেরনিয়াবাত, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উজিরপুর উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অশোক কুমার হালদার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাতলা উপ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়রুল বাশার লিটন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শাহিন হাওলাদার, সাতলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বালী, সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ, সাতলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদ হাওলাদার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুহুল বালী, ছাত্রলীগ নেতা তাজিন শরীফ’ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রীবৃন্দ এবং সাতলা ইউনিয়নের সর্বস্থরের জনগন।

আজ রাত ৯ টায় সাতলা হাফিজি মাদ্রাসা মাঠে জানাযা শেষে নিজ বাড়ি সংলগ্ন রাস্তার পাশে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হবে।

সর্বশেষ