২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আইন অমান্য করায় বাবুগঞ্জে ৩ দোকানিকে জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাবুগঞ্জ প্রতিনিধিঃ “করোনা ভাইরাস” প্রতিরোধে জনসমাবেশ ঠেকাতে প্রশাসনের ঘোষিত আইন অমান্য করে দোকান খোলা রাখায় সরকারি নির্দেশ উপেক্ষা করে বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ ও রহমতপুর বাজারে ৩ দোকানিকে ৬ হাজার ৫ শত টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমান আদায় করা হয়।

আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুর পৌনে ১টা থেকে ২ টা পর্যন্ত এ অভিযান চলে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার।

এ সময় উপজেলার বাবুগঞ্জ বাজারের বিসমিল্লাহ টেলিকমকে ২ হাজার, মেহেদী সু হাউজকে ১ হাজার ৫ শত টাকা ও রহমতপুর আকন বস্ত্র বিতানের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী অফিসার সুজিত হাওলাদার জানান, চলমান নির্দেশনা অনুযায়ী ঔষুধের দোকান, কাঁচামালের দোকান ব্যতীত সব ধরনের দোকান বন্ধ থাকার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখায় ৩ দোকান মালিককে ৬ হাজার ৫ শত টাকা টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত যারা এই আইন মানবেনা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ