১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ; জরিমানা আদায়

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার: 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জে পি আইসক্রিম ফ্যাক্টরিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। আদায় করা হয়েছে জরিমানা। রবিবার (২০শে সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলমডাঙ্গা বাজার ও বাসস্ট্যাণ্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ।

অভিযানে মাছ বাজারের পাশে মেসার্স শফি বরফকলে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং মেয়াদ মুল্য না লেখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭,৪৩ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স জে পি আইসক্রিম ফ্যাক্টরিকে একই অপরাধে ৩৭,৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দুটি ফ্যাক্টরি থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ৭০ হাজার টাকার আইসক্রিম ধ্বংস করা হয় যার বেশিরভাগই হয়তো ছোট শিশুদের পেটে যেত। প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতে আর এধরণের কাজ না করার জন্য প্রতিশ্রুতি দেন।

পরবর্তীতে বাসস্ট্যান্ডে ফলের দোকানসহ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সবাইকে মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সর্বশেষ