১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে মাটির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু কাঁঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২, টাকা-স্বর্ণালঙ্কার লুট শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে : পিরোজপুরে শেখ পরশ পটুয়াখালীতে মহাসড়কে অটোরিকশা চালাতে প্রতি মাসে দিতে হয় হাজার টাকা দশমিনায় মোটরসাইকেল মার্কার কর্মীকে পেটালো প্রতিপক্ষ জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য !

থ্রি ইন ওয়ান ! আওয়ামী লীগের মধ্যেই ত্রিমুখী লড়াই

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মোঃ ফিরোজ ফরাজী রাঙাবালী পটুয়াখালী প্রতিনিধি ঃ। পটুয়াখালী ৪(১১৪) সরেজমিন চিত্র কলাপাড়া,রাঙাবালী সংসদীয় আসন। নৌকা বনাম নৌকা। রাজনৈতিক আওয়ামীলিগ সমর্থক তিন ভাগে বিভক্ত যেমন

(১) নৌকার মাঝি মহিবুর রহমান বর্তমান সংসদ যার পক্ষে আওমিলিগের সাধারণ সম্পাদক রাঙাবালী ইউঃ সদর চেয়ারম্যান মামুন খান, খান পরিবার ও ছাত্রলীগ সভাপতি রাঙাবালী উপজেলা আরিফুর রহমান ,শ্রমিকলীগ সভাপতি রওশন মৃধা, সহ অন্যান্য সুবিধাভোগী নেতৃবৃন্দ।

(২) সাবেক সংসদ ও মন্ত্রী মাহবুবুর রহমান (ঈগল) যার পক্ষে উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অধ্যক্ষ দেলোয়ার ও উপজেলা বাইশ চেয়ারম্যান ওয়ালিদ তালুকদার, তালুকদার পরিবার, হাজী মাহমুদ সহ, তার সাবেক এমপির সময়ে সুবিধাভোগী নেতৃত্বের লোক জন।

( ৩) আবদুল্লাহ আল ইসলাম লিটন(ট্রাক) পিতা মরহুম এমপি আনোরুল ইসলাম (জনপ্রিয়) সাহেবের ছেলে যার পক্ষে উপজেলা চেয়ারম্যান জনাব জহির উদ্দীন ও আকন পরিবার, কিন্তু নেই কোন সুবিধাভোগী , আছে বঞ্চিত অবহেলিত মানুষ। আর আছে সার্থন্বেসী মহল। রাঙাবালী উপজেলা যুবলীগ তিন ভাগে বিভক্ত।

সরেজমিনে গিয়ে বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সান্ঠুর এলাকা আলোচনা কাটাখালী বাজারে নৌকা বিরুদ্ধে গেলে ই বহিস্কার। উল্টো ঘটনা দেখলাম টুঙিবাড়িয়া স্কুল বাজার আলোচনা হচ্ছে ঈগল না হলে ট্রাকে ভোট দিব, দলীয় ডামি প্রার্থী হলে তাকে ই (নৌকা না) ভোট দিবে, তারা পরিবর্তন চায়,তবে সেটা ব্যক্তির।ভিন্ন চিত্র তক্তাবুনিয়া, নিজ্কাটা, ও মৌডুবি বাজার মিশ্রিত ভোটার। আলোচনা ও সমালোচনা হচ্ছে বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের নিয়ে। কিছু কট্টর আওয়ামী লীগ ছাড়া ,বিভক্ত আওয়ামী লীগ অর্থাত থ্রি ইন ওয়ান। আওয়ামিলীগ বনাম আওয়ামীলীগ।

সর্বশেষ