২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামীকাল ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের নির্বাচন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ আগামীকাল ২২ ডিসেম্বর পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির এক বছরের মেয়াদী নির্বাচনে ১১টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
সভাপতি পদে বর্তমান কমিটির সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল ও সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারন সম্পাদক মুফতী সালউদ্দিন ও বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দী প্রার্থী হলেন বর্তমান কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, মুজাহিদুল ইসলাম নান্নু ও মনির হোসেন বাদল, অর্থ বিষয়ক সম্পাদক বর্তমান কমিটির অথর্ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম আরিফ ও আবুল হোসেন তালুকদার। ৬টি সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দীরা হলেন- জাকারিয়া হৃদয়, জাকির মাহমুদ সেলিম, সঞ্জয় কুমার দাস লিটু,ু মোখলেছুর রহমান, আতিকুল আলম সোহেল, আতিকুর রহমান, বিলাস দাস, চিন্ময় কর্মকার ও মশিউর রহমান বাবলু।
১০ ডিসেম্বর বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবে অধিকাংশ সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাবের নির্বাচন কমিশনার সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী নির্বাচনী তফসিল ঘোষনা করেছিলেন। ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত নতুন বাজারস্থ প্রেসক্লাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী নির্বাচন কমিশন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন। তার সহযোগিতা করবেন আবুল বশার ও বাদল দেবনাথ।

সর্বশেষ