১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভোলায় ক্রিকেট ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু, থানায় মামলা পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামী 'র বাড়িতে অনশন ডিবির অভিযানে সাড়ে ৪ লক্ষ টাকার ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক! কাঠালিয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাকে পিটিয়ে জখম ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - আহত ৩ । উজিরপুরে হানিফ পরিবহন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ বিয়ের দাবী নিয়ে ইডেন পড়ুয়া ছাত্রী চরফ্যাশন প্রেমিকার বাড়িতে ২দফা অনশন! শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ

আগৈলঝাড়ার প্রতিবন্ধী মনিষা মধু পেল মাথা গোজার ঠাঁই

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র সার্বিক সহযোগীতায় বরিশালের আগৈলঝাড়ার প্রতিবন্ধী মনিষা মধু পেল মাথা গোজার ঠাঁই। তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের অতিদরিদ্র মনোজ মধুর মেয়ে প্রতিবন্ধী মনিষা মধু একটি পলিথিনের নিচে থাকার সংবাদ জেনে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) তাকে দ্রুততার সাথে একটি ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেন বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাসকে। প্রতিবন্ধী মনিষা মধুর জন্য শুক্রবার সকালে ঘর নির্মাণ কাজ শুরু করেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস ও গৌরনদী পৌরসভার কমিশনার আলামিন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন, ওই ওয়ার্ডের ইউপি সদস্য গনেশ মধুসহ প্রমুখ। ইউপি সদস্য গনেশ মধু জানান, প্রতিবন্ধী মনিষা মধুর বাবা মনোজ মধু মারা যাওয়ার পর তার মা তাকে ফেলে অন্যত্র চলে যায়। পরে প্রতিবন্ধী মনিষা মধুর তিন কাকী তার দেখভালের দায়িত্ব নেন। কিন্তু তাদেরও আর্থিক অবস্থা ভালো না থাকায় প্রতিবন্ধী মনিষা মধুর জন্য কিছুই করতে পারেননি। এব্যাপারে বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস জানান, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র সার্বিক সহযোগীতায় প্রতিবন্ধী মনিষা মধুর জন্য একটি ঘর তৈরির কাজ শুরু করা হয়েছে। ওই প্রতিবন্ধী মনিষা মধুকে সাত বছর পূর্বে থেকেই আমি ইউনিয়ন পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করে আসছি। এমনকি ওই মনিষা মধুকে লালন পালনের জন্য দরিদ্র তার তিন কাকীকেও ইউনিয়ন পরিষদ থেকে সহযোগীতা করা হচ্ছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, কোদালধোয়া গ্রামের মনিষা মধুর জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন থেকে ওই ঘরের কাজ বাস্তবায়ন করা হবে। সে যাতে ওই ঘরে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা করা হবে।

সর্বশেষ