২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

আগৈলঝাড়ায় দুই যুগের পুরানো সেতু ধসে খালে, ভোগান্তিতে ১০ হাজার গ্রামবাসী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এস.এন পলাশ ::: বরিশাল জেলার আগৈলঝাড়ায় দুই যুগের পুরানো সেতু ধসে খালে পড়ে যাওয়ায় তিন গ্রামের ১০ হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। ছয় বছর আগে সেতুর মধ্যভাগ ভেঙে আটকে থাকে। তারপর থেকে সেই ভাঙা সেতু দিয়ে যাতায়াত করছিলো জনসাধারণ। বুধবার (০৮ মে) রাতে ভাঙা সেতুর অধিকাংশ ধসে খালে পড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। ফলে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে তারা।

স্থানীয় প্রবীর বিশ্বাস ননী জানান, এ সেতুটির ওপর ৬ বছর ধরে ভাঙা সেতু দিয়ে চলাচল করছি। কেউ এ বিষয়টি দেখেও দেখেনি। এবার সেতুটি ভেঙে খালে পড়ে যাওয়ায় যাতায়াত নিয়ে চরম দুর্ভোগে রয়েছি।

আরেক বাসিন্দা দুর্জয় বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় যানবাহনতো দূরের কথা মানুষও যাতায়াত করতে পারছে না। ফলে কেউ অসুস্থ হলেও তাকে হাসপাতালে নেওয়ার সুযোগ নেই। সেতু ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে সাঁকো পার হলে বাড়ি যেতে হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য অমল হালদার বলেন, সেতুটি পুরানো ও ভাঙা থাকায় আগে থেকেই জনসাধারণ উঠতে ভয় পেতো। এ সেতু মেরামতের জন্য দীর্ঘদিন ধরে একাধিকবার জানালেও সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি আমলে নেয়নি। এবার সেতু ধসে যাওয়ায় তিন গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়লো। তাই অবিলম্বে এ সমস্যা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

সর্বশেষ