২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

আগৈলঝাড়ায় মাদকাসক্ত ছেলের ভয়ে পিতা-মাতা বাড়ি ছাড়া

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।
বরিশালের আগৈলঝায় এক মাকদবাসক্ত ছেলের নির্যাতনে ও খুন জখমের ভয়ে বাড়ী ঘর ছেড়ে প্রতিবেশীর বাড়ীতে আশ্রয় নিয়েছে অসহায় পিতা মাতা। মাদকাসক্ত ওই যুবককে একাধিকবার মাদকসহ পুলিশের সহায়তায় জেল হাজতে পাঠালেও কতিপয় অর্থলোভী এক শ্রেনীর লোকের মাধ্যমে জামিনে বের হয়ে এসেই বাবা মায়ের উপর নির্যাতনের মাত্রা বাড়ীয়ে দেয় এই যুবক। এঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পিতামাতা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে গনমাধ্যম কর্মীদের কাছে আবেদন করেছে। লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাগেছে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের দিনমজুর রেজাউল মিয়ার ৪ কন্যা ও একমাত্র ছেলে মিলন (২৪) পরিবারের ব্যয়ভার মেটাতে রেজাউল করিম কঠোর পরিশ্রম করলেও একামাত্র ছেলে জড়িয়ে পড়ে মাদক সেবনে। পারিবারিক চেষ্টা ও সামাজিক ভাবে ছেলেকে ভাল পথে আনার শতচেষ্টা করেও ব্যর্থ হয় বাবা মা। বছর তিনেক পূর্বে ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে রেজাউল নিজেই ছেলেকে পুলিশে সোপর্দ করে। কয়েকদিন জেল খাটার পরেই এক শ্রেনীর লোকের মাধ্যমে বাড়ী এসেই বাবা মায়ের উপর নির্যাতনের মাত্রা বাড়ীয়ে দেয় মিলন। চাহিদা মত নেশার টাকা দিতে না পারলেই বাবা মাকে মারধর ঘরের মালামাল ভাংচুর শুরু করে নেশাখোর পুত্র। পুলিশ একাধিক বার মাদক সহ মিলনকে গ্রেফতার করে মাদক মামলায় আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠালেও একশ্রেনীর সুবিধাভোগী লোকের
মাধ্যমে অল্পদিনের ব্যবধানে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে শুরু হয় পুরানো অভ্যাস মাদক সেবন। শুধু মিলন নয় খোজ নিয়ে জানা গেছে ওই এলাকার বখে যাওয়া উঠতি বয়সের অনেক যুবকই নেশা সেবন ও বিক্রির সাথে জড়িত। পুলিশের অভিযানে মাঝে মধ্যে ধরা পড়লেও অল্প কয়েকদিন জেল খাটার পরেই এলাকায় এসে মাদকের সমা্জ্য বহাল তবিয়তে বিচরন করছে এই সব বখে যাওয়া তরুনরা। ছেলের অন্যায় অত্যাচার ও খুন জখমের ভয়ে রেজাউল করিম স্ত্রী মেরেজান বেগম ও অন্য সন্তানদের নিয়ে প্রতিবেশী এক সাবেক জনপ্রতিনিধির বাড়ীতে আশ্রয় নিয়েছে। ছেলের অন্যায় অত্যাচার ও খুন জখমের হাত থেকে রেহাই পেতে প্রশানের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন রেজাউল করিম। এবিষয়ে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন বলেন মাদকাসক্তদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ