২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ রাঙাবালীতে ইয়াবাসহ আটক-১ ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে আমতলীতে গরমে মাথা ঘুরে পড়ে গিয়ে নারীর মৃত্যু বরিশালে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি রাজাপুরে শিক্ষার্থীদের অনুদানের বরাদ্দ ৫ হাজার, কিন্তু পেয়েছে ৩ হাজার! বরিশালে দরিদ্র মানুষের সংখ্যা বেশি থাকায় বেড়েছে শিশু শ্রমের হার নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ প্রদান ৫ হাজার টাকা বরাদ্দ শিক্ষার্থীরা পেল ৩ হাজার রাজাপুরের সোনারগাঁও স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের বি...

আনিছুর রহমান মিলনকে নিয়ে পরিচালক নিবিড় চৌধুরীর “কথা দিলাম ছেড়ে যাবে না”

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এ আল মামুন, বিনোদন প্রতিবেদকঃ আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে এবার অভিনেতা আনিছুর রহমান মিলনকে নিয়ে খণ্ড নাটক নির্মাণ করলেন পরিচালক নিবিড় চৌধুরী। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে শেষ হলো “কথা দিলাম ছেড়ে যাবো না” নাটকের শুটিং এর দৃশ্যায়ন।

নাটকটির সম্পর্কে জানতে চাইলে পরিচালক বলেন,” গল্পটা একদম একটা ভিন্ন রকমের গল্প,নাটকের শেষ পর্যন্ত না দেখলে কেউ বুঝতে পারবে না,এটি একটি ভালবাসার গল্প, স্বামীর প্রতি ভালবাসা,স্বামী স্ত্রীর প্রতি ভালবাসা,সন্তান বাবার প্রতি ভালবাসা,গল্পের চরিত্রে আবির এবং মায়া ফ্যামিলির অমতে বিয়ে করে,যার কারনে মায়া কখনো আর তার ফ্যামিলির কাছে যেতে পারে না,এতে মায়ার কষ্ট হলেও সেটা সে ভুলে গেছে কারন আবিরের সংসারে সে বেশ ভালই আছে,এইভাবেই তাদের সংসার চলতে থাকে,হঠাৎ একদিন অজানা এক মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ে মানব দেহে যা মানুষকে মৃত্যুর মুখে টেনে নিয়ে যাচ্ছে, একদিন জানতে সেই ভাইরাসটি আক্রমণ করে মায়ার শরীরে,আস্তে আস্তে মায়া দুর্বল হতে থাকে,মায়া,কি করবে সে বুঝে উঠেছিলো না, সিদ্ধান্ত নিলো এই অসুস্থ শরীর নিয়ে আবিরের কাছে থাকবে না,এদিকে আবির রোড এক্সিডেন্ট করে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলে,অন্ধ স্বামী কে নিয়ে মায়ার সংসার কেটে যাচ্ছে, মায়া তার সন্তান জন্ম দিতে গিয়ে পরে মায়া মারা যায়,২৫বছর চলে যায়, আবির এখন বৃদ্ধ, ছেলে এবং ছেলের বউ নিয়ে অন্ধ বৃদ্ধ লোকটি খুব ভালই আছে,এইভাবেই চলতে থাকে নাটকের গল্প,গল্পটা নিয়ে নাটকের পুরো টিম আশা করছে দর্শককে তারা এবারের ঈদে ভাল কিছু উপহার দিতে পারবে।

এই গল্পে আনিছুর রহমান মিলন ছাড়াও আরো অভিনয় করেছেন এলিনা শাম্মী, আহমেদ সাজু,সামান্তা শিমু,নাটকটি এবার ঈদে একটি বেসরকারি চ্যানেলে দেখা যাবে,সম্প্রতি সময়ে নিবিড় চৌধুরী এর আগে আরো ২টি নাটক নির্মাণ করেছে।তার পরিচালনায় নির্মিত অপর দু’টি নাটক ও দর্শকনন্দিত হয়েছে।

সর্বশেষ