১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

আবারও বিশ্বসেরা হওয়ার পথে মেসি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্পোর্টস ডেস্ক।।
লিওনেল মেসি গেল মৌসুমে পিএসজিতে যেন নিজের ছায়া হয়েই ছিলেন। সেই মেসি অবশ্য এবার প্যারিসকে দেখাচ্ছেন নিজের চিরচেনা রূপ। গোল করছেন, করাচ্ছেন; ফ্রি কিকের গেরো খুলছিল না, সেটাও খুলে গেছে গত রাতে। নিসের বিপক্ষে এমন পারফর্ম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন মেসিই। এমন পারফর্ম্যান্স দেখে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের বলছেন, মেসি আবারও তার বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারবেন।

গত রাতে নিসের বিপক্ষে মেসির ফ্রি কিক গোলটা তার ক্যারিয়ারের ৬০তম, যা তাকে নিয়ে এসেছে ইতিহাসে সবচেয়ে বেশি ফ্রি কিকে গোল করা খেলোয়াড়দের তালিকায় ১০ম অবস্থানে। তবে পিএসজির জার্সিতে ফ্রি কিক থেকে এবারই প্রথম গোল পেলেন।

চলতি মৌসুমের পারফর্ম্যান্সের খাতাটা দেখুন, গেল মৌসুমে যেখানে সব ম্যাচ মিলিয়ে ৬ গোল পেয়েছিলেন তিনি, সেখানে ২০২২-২৩ মৌসুমে প্রথম ৯ ম্যাচেই করে ফেলেছেন ৫ গোল, সাতটা অ্যাসিস্ট তো আছেই। নিসের বিপক্ষে গত ম্যাচের ফ্রি কিক গোলটা আরও একটা অচেনা স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে মেসিকে। পিএসজির জার্সিতে যে এবারই প্রথম টানা দুই লিগ ম্যাচে গোল পেলেন তিনি!

এমন পারফর্ম্যান্সের পরেই কোচ গালতিয়েরের মনে হচ্ছে, সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী এই খেলোয়াড় তার ধারাবাহিকতাটা ধরে রাখতে পারবেন। পারবেন বিশ্বসেরা খেলোয়াড় হয়ে উঠতেও।

তিনি বলেন, ‘মেসিকে প্রতি দিন সকালে অনুশীলনে দেখাটা অবিশ্বাস্য রকম আনন্দের। সে খুবই ভালো খেলছে, আর প্রতিদিন অনুশীলনে আসতে পেরে সে খুশি।’

‘সে এমন এক খেলোয়াড় যার প্রতি মৌসুমেই অগুণতি গোল করার স্বভাব আছে। এই বছর সে আবারও গোলের স্বাদটা ফিরে পাচ্ছে, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে।’

এরপরই উঠে এল এই প্রশ্নটা। মেসি কি আবারও বিশ্বসেরা খেলোয়াড় হয়ে যেতে পারবেন? এর উত্তরে গালতিয়ের বললেন, ‘সে বিশ্বসেরা খেলোয়াড় হতে পারবে কি না? আমি হ্যাঁ-ই বলব, কারণ সে অবিশ্বাস্য ছন্দে আছে, আর খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে।’

মেসি আবারও বিশ্বসেরা কেন হতে পারবেন, এর পেছনে আরও একটা কারণ খুঁজে পেয়েছেন গালতিয়ের। তার কথা, ‘সতীর্থদের সঙ্গে তার সম্পর্কটা বেশ ভালো, যা তাকে আনন্দে রেখেছে। সে যখন আনন্দে থাকে, সে পারফর্ম করে, আর যখন সে পারফর্ম করে সে তার ক্যারিয়ারসেরা মানদণ্ডে পৌঁছে যেতে পারে।’

সর্বশেষ