২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সম্পাদক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে ঘূর্ণিঝড়ে আম্ফানে বিধ্বস্থ গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরাজ শরীফ (২৭) নামের ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সম্পাদক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। আজ (বুধবার) বেলা সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনার ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের বাসিন্ধা শানু শরীফের পুত্র ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ মিরাজ শরীফ তার বসত বাড়ির একটি চাম্বল গাছ ঘূর্ণিঝড় আম্ফানে প্রতিবেশী মামুন গাজীর বাড়ীতে ভেঙ্গে পড়ে। আজ (বুধবার) দুপুরের পরে ওই ভেঙ্গে পড়া গাছটি সরাতে যায় মিরাজ শরীফ। ভেঙ্গে পড়া গাছের নিচে প্রতিবেশী মামুন গাজীর বাড়ীর বিদ্যুৎ সংযোগের তার ছিড়ে পড়ে ছিল। মিরাজ শরীফ অসাবধানবসতঃ সেই ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। এসময় স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সাহাদত হোসেন বলেন, হাসপাতালে আনার পূর্বেই মিরাজ শরীফের মৃত্যু হয়েছে।

নিহতের পিতা শানু শরীফ কান্না জড়িত কন্ঠে জানায়, প্রতিবেশীর বাড়ীতে ভেঙ্গেপড়া গাছ সরাতে গিয়ে আমার পুত্র মিরাজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য নিহত মিরাজ শরীফ গত ইউপি নির্বাচনে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন করে দ্বিতীয় হয়েছিল।

সর্বশেষ